রংপুরের কাউনিয়ায় বিদ্যুৎের তারে জড়িয়ে বিদ্যুৎতায়িত হয়ে আলতাব হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচান্দঘাট বুড়িডোবা গ্রামের এ দূঘটনা ঘটে। মৃত্য আলতাব হোসেন ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এআই) সেলিম রেজা জানান, সোমবার দুপুর ২টার দিকে বাড়িতে অসাবধানতায় অটোরিকশার চার্জরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আলতাব হোসেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান ডিআরবি টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। মৃত্যের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
