রংপুরের কাউনিয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ণ ও সম্প্রসারণে প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়। সোমবার (২৭ জুন) উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা তারিন।
উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা সিঞ্চিতা রহমানের সভাপতিত্বে মেলায় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার শাহানাজ পারভিন, প্রাথমিক অফিসার আব্দুল হামিদ সরকার, লাইভস্টক অফিসার আহসান হাবিব, উপসহকারি প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, ভিএফএ লুৎফর রহমান লিখন, উজ্জল চন্দ্র রায় প্রমুখ। মেলায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ১০টি স্টল অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা তারিন বলেন, এ অঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাছ-মাংস-ডিম-দুধের বিকল্প নেই। প্রাণিসম্পদ প্রাণী রক্ষায় এবং আমিষের চাহিদা পূরণ করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমিষের চাহিদা মিটাতে প্রাণিসম্পদের এই প্রদর্শণী খামারীদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ণ ও সম্প্রসারণ সৃষ্টির লক্ষ্যে যথেষ্ট অবদান রাখবে। পরে মেলায় অংশ গ্রহণকারী খামারীদের পুরস্কার বিতরন করা হয়।
