রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ, দোয়া খায়ের অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহকারী শিক্ষক মাওলানা আলমগীর হোসেন, মোঃ আশরাফুল আলম, আব্দুল খালেক, আসাদুল ইসলাম, শিক্ষার্থী সাকিব হাসান, আরিফা খাতুন, আমিনা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও বিদেয়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। সবার শুরুতেই বার্ষিক মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
