25.7 C
Rangpur City
Monday, August 15, 2022
Royalti ad

কাউনিয়ায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের সম্মানি ভাতা প্রদান

-- বিজ্ঞাপন --

সরকারের অর্থায়নে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) আওতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন-নগর’ এনজিওয়ের বাস্তবায়নে রংপুরের কাউনিয়ায় প্রকল্পের শিক্ষকদের সম্মানি ভাতা বিতরন করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার সারাই ও হারাগাছ এবং কুর্শা ইউনিয়নের ১২০টি স্কুলের ২৪০জন শিক্ষক ও শিক্ষিকদের ৬ মাসের সম্মানি ভাতা বিতরন করা হয়।

-- বিজ্ঞাপন --

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রাজ্জাক ও সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল ইসলাম দুই জনপ্রতিনিধি দুপুর থেকে সন্ধা পর্যন্ত সারাই ও হারাগাছ পরিষদ চত্তর এবং বরুয়াহাট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থেকে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের হাতে বেতনের সমুদয় টাকা তুলে দেন।

প্রকল্পের শিক্ষকদের বেতন প্রদানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভুলেশন এনজিওয়ের প্রকল্প পরিচালক শাহেদুল হক, প্রকল্প ফ্যাসিলিটেটর মাহমুদুল হাসান পিন্টু প্রমুখ।

-- বিজ্ঞাপন --

জানা গেছে, সরকারি অর্থায়নে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) আওতায় কাউনিয়া উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে গত ডিসেম্বরে এ প্রকল্পের কাযক্রম শুরু হয়। ছয় মাসের প্রকল্পের মেয়াদ গত জুনের ৩০ তারিখ শেষ হয়।কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও শিক্ষক ও সুপারভাইজারদের সম্মানি ভাতা পায় না।

এ নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি হলে শুরু হয় নানা জল্পনা কল্পনা। পরে শিক্ষক ও সুপারভাইজারদের বেতন টাকা ছাড় করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

-- বিজ্ঞাপন --

প্রকল্পের অর্থ ছাড় পাওয়ার পর সোমবার উপজেলার তিনটি ইউনিয়নের শিক্ষকদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয় এবং মঙ্গলবার টেপা মধুপুর বালাপাড়া, শহীদবাদ ও হারাগাছ পৌরসভায় প্রকল্পের শিক্ষক শিক্ষিকাদের সম্মানী ভাতা বিতরণ করা হবে বলে জানান প্রকল্প পরিচালক শাহেদুল হক।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,637FollowersFollow
501SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles