হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কো-তে নিয়োজিত ৮ সেনা নিহত হয়েছেন। নিহতদের ৬ জনই পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুইজন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা ঘটে। জাতিসংঘের বরাত দিয়ে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

কঙ্গোর ওই অঞ্চলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকি দু’জন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে আসে।
মঙ্গলবার এক শোক বার্তায় জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয় পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছেন। জাতিসংঘ মিশন বিধ্বস্তের কারণ এখনো চিহ্নিত করেনি। তদন্ত চলছে বলে তারা জানিয়েছে।
