রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন এবারের ঈদে যাত্রীর চাপের কারণেই ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রেল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী বলেন, ক্যাপাসিটির বেশি যাত্রী নেওয়ায় ট্রেনের ৫-৬টি কোচের স্প্রিং বসে গেছে। অতিরিক্ত যাত্রী হওয়ায় ট্রেন স্বাভাবিক গতিতে চলতে পারেনি। যেসব স্টেশনে যাত্রাবিরতি ২ মিনিট সেখানে যাত্রী ওঠানামা করতেই ১০ মিনিট পেরিয়ে যাচ্ছে। এভাবেই শিডিউল বিপর্যয় হচ্ছে। তাই আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো ডাবল লাইনে উন্নীতকরণের কাজ করছি। একই সঙ্গে উন্নয়ন কাজের পাশাপাশি নতুন নতুন কোচ ও ইঞ্জিন রেলবহরে যুক্ত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, এবারের ঈদে আমাদের সীমিত সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করেছি। আমরা রেলে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলাম। কিন্তু ঈদের শেষ মুহূর্তে তা ধরে রাখা যায়নি। মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে ছাদ ও ভেতরে কোথাও ঠাঁই ধারণের জায়গা ছিল না।

তিনি আরও বলেন, আগামী জুনে পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। একই সঙ্গে ২০২৪ সালে বঙ্গবন্ধু দ্বিতীয় রেলসেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে। যমুনার ওপর দ্বিতীয় রেলসেতুর কাজ শেষ হলে আমরা এই রুটে ট্রেনের সংখ্যা অনেক বাড়াতে পারব।
