ভোলা সদর উপজেলায় ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির আঘাতে নাহিদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের এ ঘটনা ঘটে। নাহিদ ওই এলাকার শাহে আলম ছেলে।
এদিকে খবর পেয়ে নাহিদকে আঘাতকারী রায়হানকে আটক করেছে পুলিশ। আটক রায়হান একই ইউনিয়নের চৌমুহনী গ্রামের বশির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রায়হানের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রায়হান তাঁর স্ত্রীকে মারধর শুরু করে। এ সময় প্রতিবেশী নাহিদ ঈদের দিনে ঝগড়া দেখে তাদের থামাতে যায়। এক পর্যায়ে রায়হানের বটির আঘাতে নাহিদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিশি পাল বলেন, নাহিদকে গলা কেটে হত্যা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে এবং তামান্নাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার জানান, রাইহানের নামে ভোলা সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
