রাশিয়ান সেনাদের হা*মলার প্রথম দিন ইউক্রেনের অন্তত ১৩৭ সেনা নি*হত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩১৬ জন। খবর আল-জাজিরার।
এদিকে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া ইউক্রেনের ভূ-উপরিভাগের ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। যার মধ্যে ১১টি বিমানঘাঁটিও রয়েছে। চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা।

সামাজিক মাধ্যমে জাতির উদ্দেশে নিজের পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ (বৃহস্পতিবার) আমরা আমাদের ১৩৭ জন বীর নাগরিককে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক মানুষও রয়েছেন। এছাড়া রাশিয়ার হা*মলায় আরও ৩১৬ জন ইউক্রেনীয় আহত হয়েছেন।

এসময় রাশিয়ার উদ্দেশ্যে তিনি আরও বলেন, তারা মানুষকে হত্যা করছে এবং শান্তিপূর্ণ শহরগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এটা লজ্জাজনক এবং কখনোই ক্ষমা করা হবে না।
সবশেষ খবরে দেখা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিজেদের ঘর ছেড়ে নিরাপত্তার খোঁজে অন্যত্র চলে গেছে। এছাড়া অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে রোমানিয়া ও মলদোভাসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
