22.2 C
Rangpur City
Sunday, May 22, 2022
Royalti ad

আ. লীগ সরকার বর্গীর সরকার : ফখরুল

-- বিজ্ঞাপন --Royalti ad

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে মায়েরা বলতোছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে মানে বর্গীর কথা শুনলে সন্তানরা ভয় পেত বর্তমান সরকার (আওয়ামী লীগ) বর্গীর সরকার এই সরকারের গায়ের চামড়া গন্ডারের চেয়ে মোটা সারাদেশের মানুষ বলছে সব কিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না কিন্তু সরকারের কিছু যায় আসে না তারা বলছে সবকিছু ঠিক আছে উন্নয়ন তো হচ্ছে

শুক্রবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন বড় সমস্যা হচ্ছে তথ্য সন্ত্রাস। যেটা আসল ঘটনা সেটা বলা হয় না। আজকে এই সরকারের যত তথ্য, সবই ভুয়া। আবার বলে জিডিপি বেড়েছে, তাও ভুয়া। তারপরও ওদের হিসাব অনুযায়ী ওই জিডিপির ৪২ পার্সেন্ট ঋণ। আপনাকে-আমাকে ঋণে জর্জরিত করে দিয়েছে সরকার। আমাদের পকেট থেকে টাকা কেটে নিঃস্ব করে দিয়েছে।

-- বিজ্ঞাপন --

তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে টিসিবি গাড়ির পিছনে মানুষের লাইন দীর্ঘ হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় আজ নিম্ন আয়ের মানুষ অসহায়, দেশে গরিব মানুষের সংখ্যা বেড়ে গেছে, অথচ এ সরকার বলছে—মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে।

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আজ কৃষক ন্যায্যমূল্য পায় না। এই সরকার জনগণ ও কৃষকবিরোধী। বাংলাদেশের মানুষ কখনও একদলীয় শাসন মেনে নেবে না।’

-- বিজ্ঞাপন --

‘বিএনপি যদি ভোটে না যায় আর কেয়ারটেকার সরকার নিয়ে কথা বলতে থাকে তারা অতল জলে ডুবে যাবে’—ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে? নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না আওয়ামী লীগ ডুবে নাকি বিএনপি ডুবে।’

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ূব, মামুনুর রশীদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,666FollowersFollow
398SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles