30.4 C
Rangpur City
Sunday, August 7, 2022
Royalti ad

আরও অবনতি সিলেটের বন্যা পরিস্থিতির

-- বিজ্ঞাপন --

অব্যাহত পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি ইতোমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে

শনিবার (১৮ জুন) সকালে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরও অনেক জায়গায় পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে।

-- বিজ্ঞাপন --

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, সোমবারের (২০ জুন) আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে পানি স্বাভাবিকভাবেই বাড়বে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।

সিলেটের আলাপকালে জৈন্তাপুর উপজেলার শাহেদ হাতিমি বলেন, টানা বৃষ্টিতে গত রাতে আমার ঘরে পানি প্রবেশ করেছে। অনেক আসবাবপত্র পানির নিচে তলিয়ে গেছে। সারারাত খাটের উপরে বসে নির্ঘুম অবস্থায় কাটিয়েছি। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। পানি খুব দ্রুত বাড়ছে।

-- বিজ্ঞাপন --

গোয়াইনঘাট উপজেলার আশরাফুল ইসলাম জানান, গতকালের (শুক্রবার) তুলনায় আজ পানির উচ্চতা আরও বেড়েছে। এভাবে চলতে থাকলে বন্যার পানি কোথায় গিয়ে ঠেকবে তা একমাত্র আল্লাহ জানেন।

সিলেট নগরীর বারোখলা এলাকার বাসিন্দা হুমায়ূন কবির লিটন বলেন, পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গতকাল (শুক্রবার) আমার বাসার সামনে পানি ছিল। এখন বাসার ভেতরে পানি ঢুকেছে। এ অবস্থায় নানা উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সময় পার করছি আমরা।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,637FollowersFollow
496SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles