প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা যুদ্ধে বিশ্বাস করি না। তবে যদি কখনো আক্রান্ত হই তখন দেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে সব বাহিনীকে।
বিমানবাহিনীর বহরে গ্লোব জি-১২০ টিপি প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সে জন্য আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত বিমানবাহিনীকে এরই ধারাবাহিকতায় নতুন প্রশিক্ষণ বিমান যুক্ত করা হচ্ছে, ভবিষ্যতে আরও করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু আামাদের দেশ না, আন্তর্জাতিক পর্যায়েও শান্তি রক্ষায় আমাদের বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। জাতীসংঘ শান্তিরক্ষা মিশনে যথেষ্ট সুনাম অর্জন করছে তারা। আমাদের সশস্ত্র বাহিনী সেখানে ভূমিকা রাখছে। কাজেই আমি মনে করি, পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তাদের কাজ করতে হয়; সে জন্য আমাদের বৈমানিক, সেনা সদস্যদের প্রত্যেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং পাক। সেটার ওপর আমি সব সময় গুরুত্ব দিই।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা বিমান বাহিনীতে আরও কিছু নতুন বিষয় যুক্ত করবো। খুব শিগগিরই বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে, ইয়ার ডিফেন্ড সিস্টেম, ইন্ট্রেগেশন সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম।’
সরকারপ্রধান বলেন, ‘শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ও শিল্পায়নের সমন্বয়ে শিল্পনির্ভর জাতী হিসেবে আত্মপ্রকাশের জন্য বিমান বাহিনীর যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তার জন্য বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
