30.3 C
Rangpur City
Thursday, October 6, 2022

আফগানিস্তানের কুন্দুজে মসজিদে হামলা, নিহত ৩৩

-- বিজ্ঞাপন --

আফগানিস্তানের কুন্দুজে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) হামলার এ ঘটনা ঘটে। তালেবান সরকারের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুইদিনে পরপর দুটি বড় ধরনের বোমা হামলার ঘটনা ঘটলো দেশটিতে।

জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুন্দুজের ইমাম শহিব জেলায় একটি মসজিদে হামলায় শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৪৩ জন। হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানান তিনি। একই সঙ্গে এ ধরনের হামলার নিন্দা জানান তালেবান সরকারের এ কর্মকর্তা।

-- বিজ্ঞাপন --

শুক্রবারের হামলা ছিল আফগানিস্তানজুড়ে বোমা হামলার সর্বশেষ ঘটনা। তথ্যমন্ত্রী মুজাহিদ কুন্দুজে হামলার অপরাধীদের ‘বিদ্রোহী এবং অশুভ শক্তি’ বলে অভিহিত করেছেন।

কুন্দুজে হামলার দায় এখনও কেউ শিকার করেনি। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) আফগানিস্তানের মাজার-ই-শরিফের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণ ঘটান। এতে অন্ত ২৫ জন নিহত হন। ওইদিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হন ৪ জন হন।

-- বিজ্ঞাপন --

বার্তা সংস্থা এএফপিকে একজন দোকানদার জানান, মসজিদে ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়েছিল। যারা মসজিদের ভেতরে উপাসনা করছিলেন তারা সবাই আহত বা নিহত হয়েছেন।

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, আমি ২০ থেকে ৩০টি মৃতদেহ দেখেছি।

-- বিজ্ঞাপন --

Related Articles

Stay Connected

82,917FansLike
1,627FollowersFollow
603SubscribersSubscribe
-- বিজ্ঞাপন --

Latest Articles