মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরতে পারেন। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিকেলে ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে উনাকে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে, হাসপাতালে যেহেতু অনেক করোনা পেশেন্ট আসছেন। সেসব কারণে এই সিদ্ধান্ত।
এদিকে আজ বিকেল ৩টায় এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
জানা যায়, খালেদা জিয়া গত ১০ জুন থেকে এভারকেয়ারে চিকিৎসাধীন। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। ১০ জুন রাতে হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৫ জুন তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
