আজ পবিত্র জুমাতুল বিদা। রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা দিনে জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন, ইবাদত-বন্দেগি করেন।
দিনটি মুসলিম বিশ্বে প্রথম কেবলা ‘বায়তুল মুকাদ্দেস’, অর্থাৎ মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। ১৯৬৮ সালে আগ্রাসন চালিয়ে ইসরায়েল এই মসজিদ এলাকা তথা জেরুজালেম দখল করে।

পবিত্র রমজান মাস উপলক্ষে জুমার দিনের মর্যাদা আরো বেড়ে যায়। রাসুল (সা.) জুমার দিন সম্পর্কে বলেছেন, তাতে এমন একটি মুহূর্ত আছে, কোনো মুসলিম বান্দা মহান আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি তা দেন। আর সেই মুহূর্ত খুবই কম সময়ের হয়ে থাকে। রাসুল (সা.) বলেছেন, ‘আদম সন্তানের সব আমলের সওয়াব ১০ গুণ থেকে সাত শ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন, তবে রোজা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব। সে কেবল আমার জন্য পানাহার ও প্রবৃত্তি পূরণ থেকে বিরত থেকেছে। ’
শবেকদর উদযাপিত : গতকাল ধর্মীয় গাম্ভীর্য ও ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবেকদর পালিত হয়েছে। রাজধানীর বিভিন্ন মসজিদে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে রাতটি উদযাপন করেন মুসল্লিরা। এ রাতে দেশের বেশির ভাগ মসজিদে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম হয়। অনেক মসজিদে মধ্যরাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ অনুষ্ঠিত হয়।
