রংপুরের বদরগঞ্জে (২৭ মে) শুক্রবার বিকেলে ওয়ারেসিয়া মাদ্রাসায় স্বেচ্ছাসেবক সংগঠন আগামীর বাংলাদেশ পরিচালিত অন্বেষণ প্লাস ফ্রী এইচএসসি প্রস্তুতি প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা গরীব-মেধাবী শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যারা তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে আরো একধাপ ধাবিত করছেন তাদের সকলকে “আগামীর বাংলাদেশ” এর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে এভাবেই “আগামীর বাংলাদেশ” এর সাথে থেকে পরবর্তী কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, প্রভাষক ইংরেজি বিভাগ, বদরগঞ্জ সরকারি কলেজ, জাকারিয়া হোসাইন আল হাদি স্থায়ী পরিষদ সদস্য আগামীর বাংলাদেশ। সানোয়ার খান স্থায়ী পরিষদ সদস্য,আগামীর বাংলাদেশ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আগামীর বাংলাদেশের বর্তমান সভাপতি সেলিম সরকার সহ সংগঠনের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।

এসময় আগামীর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি সেলিম সরকার বলেন, “আমরা ভবিষ্যতে আইটি সেক্টরে দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করাবো।
